শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে অসহায়দের বাড়িতে বাড়িতে খাবার পৌছে দিলো ছাত্র ইউনিয়ন

জয়পুরহাটে অসহায়দের বাড়িতে বাড়িতে খাবার পৌছে দিলো ছাত্র ইউনিয়ন

শফিকুল ইসলাম: করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের মাঝে রাতের আঁধারে বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। রোববার (২৯ মার্চ) রাতে বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষদের মধ্যে চাল, ডাল, আলু ও মুড়ি বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শামিম কাদির, সোহেল রানা, ছাত্র ইউনিয়ন সভাপতি রিফাত আমিন রিয়ন, সহ সভাপতি রেজুয়ান আহমেদ, সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, দপ্তর সম্পাদক সামিয়া আখতার মিমি প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণকালে ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা বলেন, দেশে ্#৩৯;করোনা ভাইরাস্#৩৯; সংক্রমণের ফলে একধরণের আতঙ্ক তৈরি হয়েছে। সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন জায়গায় লকডাউন করেছে। ঘর বন্দি হয়ে পড়েছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ। খেটে খাওয়া এইসব সাধারণ মানুষের পাশে থেকে ছাত্র ইউনিয়ন জন্ম থেকেই কাজ করে আসছে। এই দুঃসময়ে খেটে খাওয়া এইসব সাধারণ মানুষদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্ধসঢ়;বান জানান ছাত্র ইউনিয়ন। করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে সভাপতি রিফাত আমিন রিয়ন বলেন, মহামারী করোনাভাইরাস প্রতিরোধে আপনারা সকলে ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন। তাহলেই আমরা এই মহামারী দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments