বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ

সাপাহারে করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ

বাবুল আকতার: দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতি মোকাবিলায় নওগাঁর সাপাহারে ১ হাজার পরিবারের মধ্যে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী। সোমবার সকাল ১০টা হতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আসা ত্রাণ সামগ্রী উপজেলার ৬টি ইউনিয়নের ১হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী উপস্থিত থেকে প্রতিটি পরিবারের মধ্যে ১০কেজি চাল,২কেজি আলু ,৫শ গ্রাম ডাল ও একটি করে সাবান বিতরণ করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, পিআইও সোয়াইব হোসেন সহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments