শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে মামলা তুলে না নেয়ায় বাদির মাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে আসামি...

বাউফলে মামলা তুলে না নেয়ায় বাদির মাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে আসামি পক্ষ

অতুল পাল: বাউফলে মামলা তুলে না নেয়ায় এক মামলার বাদির মায়ের হাত-পা পিটিয়ে ভেঙ্গে দেয়া এবং স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর একজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটেছে। একাধিক সূত্রে জানা গেছে, দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের কাশেমের সাথে ছেট ভাই হাসেমের দীর্ঘদিন পর্যন্ত পারিবারিক বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গেল জানুয়ারি মাসে হাসেম ও তার ছেলে হাসান দলবল নিয়ে কাসেমের ঘরে হামলা চালিয়ে তাকে এবং স্ত্রী মিনারা বেগম(৫০) ও পুত্রবধু সুবর্ণা বেগম(২৫)কে গুরুতর জখম করে। এঘটনায় কাশেমের ছেলে বেল্লাল বাদি হয়ে হাসেম ও তার ছেলে হাসানসহ কয়েক জনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করে। মামলার পর বাউফল থানার পুলিশ হাসেম এবং তার ছেলে হাসানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। পরে তারা জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করতে থাকে। আজ বুধবার দুপুরের দিকে মামলা তুলে না আনলে ভয়ানক ক্ষতি হবে বলে কাশেমের পরবিারকে হুমকি দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে হাসেম এবং হাসান লাঠিসোটাসহ তার দলবল নিয়ে হামলা চালিয়ে কাসেমের স্ত্রী মিনারা বেগমের হাত পা ভেঙ্গে দেয় এবং কাসেমের ছেলে বেল্লালের পুত্রবধু সুবর্ণা বেগমসহ অন্যান্যদের পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মিনারা বেগমের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments