বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাচৌহালীর চরে অভাবীরা দাঁড়ালো ৪০ অসহায় পরবিাররে পাশে

চৌহালীর চরে অভাবীরা দাঁড়ালো ৪০ অসহায় পরবিাররে পাশে

মারুফা মর্জিা: সরিাজগঞ্জরে চৌহালীর র্দুগম চরে করোনা প্রভাবে ক্ষতগ্রিস্ত অসহায়দরে পাশে এবার দাঁড়য়িছেে অভাবীরা। উপজলোর যমুনার র্দুগােম হাট ঘোরজান চরে এই মানবকি মানুষ গুলো ৪০টি পরবিারকে চাল দবোর পাশাপাশি করছেে র্আথকি সহায়তা। জানা যায়, গত ২০১২ সালে হাট ঘোরজান চররে ২০ জন খটেে খাওয়া মানুষ ‘হাট ঘোরজান সমাজ ভত্তিকি সংগঠন’ প্রতষ্ঠিা করে যকেোন র্দুযােগময় পরস্থিতিতিে মানুষরে পাশে দাঁড়য়িে আসছ।ে একই ভাবে র্বতমানে করোনার সংকটে বকোর হওয়া পরবিাররে পাশে দাঁড়াতে সদ্ধিান্ত নয়িে প্রত্যকেে ৫ কজেি করে চাল ও ১০০ টাকা করে জমা দয়ে। এছাড়া তাদরে নজিদেরে সলোই মশেনিে ১০০টি মাস্ক তরৈী কর।ে এছাড়া র্পুবরে জমাকৃত চাল ও টাকা মলিয়িে শনবিার সকালে এলাকার অতি অভাবী বকোর ৪০টি পরবিাররে হাতে তুলে দনে তারা। এসময় হাট ঘোরজান সমাজ ভত্তিকি সংগঠনরে সভাপতি কৃষি শ্রমকি মোছাঃ শাহনিুর খাতুন এবং সাধারণ সম্পাদক মোকাদ্দছে বপোরী, যুব সদস্য শহদিুল ইসলাম উপস্থতি ছলিনে। এ ব্যাপারে সহায়তা প্রদানরে উদ্যোক্তা শাহনিুর খাতুন এবং মোকাদ্দছে বপোরী জানান, র্বতমানে আমাদরে চৌহালীর চরাঞ্চলে র্কমহীন মানুষরে হাহাকার চলছ।ে সে অনুপাতে সরকারী সহায়তা একে বারইে অপ্রতুল। আমাদরে অবস্থাও শোচনীয়। তার পরও সামান্য কছিু নয়িইে আমরা যে কজনরে পাশে দাঁড়াতে পরেছে,ি এটাই র্স্বাথকতা। আমরা চাই এই সময়ে সবাই সবার পাশে দাঁড়াক। এদকিে সহায়তা পাওয়া লাইলী বগেম ও শ্রীমতি শংকরী রানী জানান, আমরা এ র্পযন্ত কারো সহায়তা পাইন।ি এভাবে দরদ্রি মানুষরো আমাদরে পাশে দাঁড়াবে কখনো ভাবনি

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments