তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডে ওই রোগীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় হাসপাতালের ওই ওয়ার্ডটি সংরক্ষিত করা হয়েছে। এদিকে চিকিৎসাধীন এই রোগীর সংস্পর্শে আসা তিন চিকিৎসক, নার্স ও স্টাফসহ ২০ জনকে সোমবার সকালে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফ্ধসঢ়;ফার জানান, দ্বিতীয় তলায় থাকা অন্য রোগীদের মধ্যে কাউকে হোম কোয়ারেন্টিনে, কাউকে অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এ ওয়ার্ডটি জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করে আবার খোলা হবে। লক্ষ্মীপুর জেলায় সোমবার ভোর পর্যন্ত ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল। এনিয়ে গত ৮ দিনে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে রামগঞ্জে ১৫, কমলনগরে ০৩, রামগতিতে ০১ ও সদর উপজেলায় ০৭ জন।