সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলারংপুর বিভাগের আট জেলার করোনা পরিস্থিতি

রংপুর বিভাগের আট জেলার করোনা পরিস্থিতি

জয়নাল আবেদীন: রংপুর বিভাগের আট জেলায় সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও ৯শ৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই বিভাগে এ পর্যন্ত ৫১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ৬০ জনকে নিবিড় আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত রোগীর মধ্যে রংপুর জেলার ৬ জনের মধ্যে চার জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নীলফামারীতে আক্রান্ত ৯ জনই হাসপাতালে চিকিৎসাধীন। পঞ্চগড়ে ১ জন, লালমনিরহাটে ২ জন এরাও হাসপাতালে আছেন। কুড়িগ্রামে ২ জন, ঠাকুরগাঁওয়ে ৬ জন, দিনাজপুরে ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও গাইবান্ধা জেলার ১৪ জন রোগীর মধ্যে ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করোনা ভাইরাস আক্রান্ত আশংকায় হোম কোয়ারেন্টাইনের মধ্যে গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৬শ, রংপুরে ৯২, গাইবান্ধায় ১শ২২, কুড়িগ্রামে ৩১, পঞ্চগড়ে ৩৫, ঠাকুরগাঁওয়ে ৪২, নীলফামারীতে ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই সময়ে শুধু লালমনিরহাট জেলায় কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি। সোমবার সকাল ৮ টা পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭শ৬৮ জনে। সূত্র আরও জানায় , আজ সোমবার পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে ১২ হাজার ৫শ৫০ জন। এ পর্যন্ত ৭ হাজার ২শ১৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া রংপুরে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ১১, পঞ্চগড়ে ২, নীলফামারীতে ১৩ লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২, দিনাজপুরে ১১ এবং গাইবান্ধা জেলায় ১৪ জনকে সহ এই বিভাগের মোট ৬০ জনকে আইসোলেশনে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। বর্তমানে রংপুর বিভাগের হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২ হাজার ৫শ৫০ জন। এর মধ্যে দিনাজপুরে ২ হাজার ২শ৬৭ জন, গাইবান্ধায় ২ হাজার ১২ জন, কুড়িগ্রামে ৫শ৭৬, লালমনিরহাটে ২শ৯১, নীলফামারীতে ৫ হাজর ৪শ৫৭, পঞ্চগড়ে ৬শ৮৩, রংপুরে ৫শ৩৪ এবং ঠাকুরগাঁও জেলায় ৭শ৩০ জন সহ মোট ১২ হাজার ৫শ৫০ জন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সবাই এখন পর্যন্ত সুস্থ রয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments