কামাল সিদ্দিকী: পাবনার ঈশ্বরদীতে ট্রাক চাপায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ওই শ্রমিক বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মহসীন মল্লিক (৫০)। সে প্রকল্পের সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিম কোম্পানীতে কর্মরত ছিলেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী ঘটনা নিশ্চিত করেছেন। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চক্রবর্তি জানান, সকালে কাজ শেষ করে ওই শ্রমিক মোটর সাইকেলে চেপে বিবিসি বাজার হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আওতাপাড়ার দিক হতে আসা একটি ট্রাক মোড়ের উপর মোটর সাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহসীন মল্লিক রূপপুর নলগাড়ি গ্রামের মৃত মোতাহার হোসেন মল্লিকের ছেলে। দুর্ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। তবে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।