মারুফা মির্জা: ওয়াটা কেমিক্যাল লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম যমুনা নদী দ্বারা সিরাজগঞ্জের বিচ্ছিন্ন জনপদ চৌহালী উপজেলার চলাঞ্চলে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় বেকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে যমুনার চলাঞ্চল সদিয়াচাঁদপুর ও স্থল ইউনিয়নে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ১ করে কেজি চিনি, তেল ও ছোলা। এসময় উমরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, আওয়ামীলীগ নেতা সিরাজুল আলম মাস্টার, রফিকুল ইসলাম রফিক, মনিরুজ্জামান মনি, প্রমুখ উপস্থিত ছিলেন। ওয়াটা কেমিক্যাল লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম জানান, করোনা প্রভাবে চৌহালীর চরের কর্মজীবি মানুষ গুলোই সব থেকে ক্ষতিগ্রস্ত। সাবেক মন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের পরামর্শে আমরা উপজেলা জুড়ে ১০ হাজার পরিবারের মাঝে একই ভাবে খাদ্য সামগ্রী বিতরন করছি। এছাড়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের জন্যও পিপিই বিতরন হয়েছে। আগামী ঈদের কিছু দিন আগেও একই ভাবে খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে তুলে দেয়া হবে।