শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারের বিরুদ্ধে অভিযোগ ৪০ হাজার টাকায় রফাদফা

কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারের বিরুদ্ধে অভিযোগ ৪০ হাজার টাকায় রফাদফা

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল নিয়ে ডিলারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গোয়েন্দা সংস্থার এক মাঠ কর্মকর্তার পরামর্শে ৪০হাজার টাকায় রফা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। সুবিধাভোগীদের চাল বিতরন না করে মজুদ করে রাখার এ অভিযোগ ধামাচাপা দিতে সহায়তা করেছেন গোয়েন্দা সংস্থার মাঠ কর্মকর্তা, থানা পুলিশের একটি দল, খাদ্য বিভাগের প্রতিনিধি ও ক’জন নামধারী সাংবাদিক। এরপর সোমবার সুবিধাভোগী ১০জনকে ডেকে এনে চাল দেয় ডিলার। বাকীদের চাল ৩০ তারিখের মধ্যে বিতরনের জন্য বাড়ী বাড়ী খবর পাঠানো হয়ে যাবে জানিয়েছে স্থানীয় সূত্র।

এরআগে শনিবার দুপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল সুবিধাভোগীদের মাঝে বিতরন না করে মজুদ করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে ধূলাসারের চাপলিবাজারে ডিলার মহিউদ্দীন খোকন’র দোকানে যান গোয়েন্দা সংস্থার এক মাঠ কর্মকর্তা। এসময় ষ্টক রেজিষ্ট্রারে চাল বিতরন বাকী থাকা সুবিধাভোগীদের সংখ্যার চেয়ে অতিরিক্ত চাল মজুদ রাখার তথ্য পান তিনি। কিন্তু সংশ্লিষ্ট ডিলারের দোকানে চাল না দেখলেও তার দোকান ঘরের পেছনের কক্ষে ৩০ কেজির ৫০ বস্তা চাল মজুদ দেখতে পান তিনি। এরপর ওই কর্মকর্তার সাথে চলে শলা পরামর্শ, দেন দরবার। অবশেষে ম্যানেজ হন তিনি এবং প্রস্থানের সময় ডিলারকে পরামর্শ দেন বিতরন বাকী থাকা সুবিধাভোগীদের সংখ্যার চেয়ে অতিরিক্ত চাল অন্যত্র সরিয়ে ফেলার। এসময় সেখানে হাজির হয় ক’জন নামধারী সংবাদিক। তাদের সাথেও কিছুক্ষন চলে ডিলারের ফুসুর ফুসুর। পরবর্তীতে আসে থানা পুলিশের একটি দল। তারা এসেই সুবিধাভোগীদের স্বাক্ষর রেজিষ্ট্রারের ছবি তুলে ভুয়া স্বাক্ষর বলে ডিলারকে তটস্থ রাখেন। এবার তাদের সাথেও চলে ডিলারের ফিস ফিস কথা। এর কিছুক্ষন বাদে স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধি এবং এরপর খাদ্য বিভাগের প্রতিনিধি। কোন অভিযোগই আর অভিযোগ থাকেনি সব সম্ভবের এই দেশে।

এদিকে সোমবার দুপুরে ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গঙ্গামতি ৯নং ওয়ার্ডের সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর তালিকাভুক্ত চাল না পাওয়া সুবিধাভোগী আনোয়ার মল্লিক মুঠো ফোনে বলেন, ’ডিলার আমারে ডেকে ৩০০ টাকা নিয়ে ৩০ কেজি চাল দেছে। গ্রামের জাহাঙ্গীরও ৩০০ টাকায় ৩০ কেজি চাল পাইছে। তৈয়ব আলী, নিজাম, শাহজাহান গাজী, মোহাম্মদ আলীকে বিকেলে চাল আনতে বলছে। শুনছি এতদিন যারা চাউল পায় নাই, এ্যাহন হেরা সবাই চাউল পাইবে।’

খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মহিউদ্দীন খোকন বলেন, ’রবিবার সুবিধাভোগী আনোয়ার মল্লিক, জাহাঙ্গীর, রুহুল আমিন, তোফাজ্জেল, আ: রহিম চাল নিয়েছে। বিকেলে তৈয়ব আলী, নিজাম, শাহজাহান গাজী, মোহাম্মদ আলী চাল নিতে আসবে। এছাড়া ৪০ হাজার টাকায় রফা হওয়ার গুঞ্জন অস্বীকার করে এ নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments