শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সেনাবাহিনীর সহযোগীতা নিয়ে জেলা প্রশাসনের ত্রাণ ও ইফতার বিতরণ

রংপুরে সেনাবাহিনীর সহযোগীতা নিয়ে জেলা প্রশাসনের ত্রাণ ও ইফতার বিতরণ

জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের ১৯ নং ও ৩৩ নং ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হরিজন জনগোষ্ঠীর সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।এছাড়া মহানগরীর পৌরবাজার ও পায়রা চত্ত্বর এলাকায় অনুমোদনহীনভাবে জুতার দোকান খোলা রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং নির্দিষ্ট স্থানের বাইরে ফলের দোকান স্থাপনের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। রোববার দুপুরে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ২শ৮৭ টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।বিকেল ৪ টা থেকে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, রংপুর এর উদ্যোগে জেলা প্রশাসন, রংপুর ও সেনাবাহিনীর সহযোগিতায় রংপুর মহানগরীর মুন্সিপাড়া সংলগ্ন এলাকায় ৫শ দুস্থ মানুষের ঘরে ঘরে ইফতারসামগ্রী পৌছে দেওয়া হয়। এদিকে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পালপাড়ায় ১শ জন কামার কুমারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। জেলার তারাগঞ্জ উপজেলা থেকে নওগাঁয় ধান কাটার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এর সহায়তায় ১৩ জন কৃষিশ্রমিক প্রেরণ করা হয়। এছাড়া সেনাবাহিনীর সহযোগিতায় সরকারি আদেশ বাস্তবায়ন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে বিভিন্ন স্থানে প্রচার অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর, নোংরা, স্বাস্থ্যবিধি মেনে না চলা, কোনো ধরনের অনুমোদন না থাকা, উৎপাদিত পণ্যসমূহে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২০হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পীরগাছা উপজেলায় করোনা পরিস্থিতিতে স্বল্প শ্রমিকের মাধ্যমে কৃষিকাজ করার উদ্দেশ্যকে সামনে রেখে রোববার দুপুরে স্থানীয় দুই জন কৃষকের মাঝে দু’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। প্রতিটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য ২৮ লাখ টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে। সোমবার আরও দুই জন কৃষকের মাঝে এ মেশিন বিতরণ করা হবেবলে প্রশাসন সুত্রে জানা গেছে ।কাউনিয়া উপজেলার সাহেববাজার, হক বাজার, হারাগাছ পৌর বাজার, মেনাজ বাজার সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, অপ্রয়োজনে বাসা থেকে বের না হওয়া, মাস্ক ব্যবহার করাসহ বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। অনুমোদনহীনভাবে

দোকান খুলে রাখা ও মোটরসাইকেল এর কোন ধরনের কাগজপত্র না থাকার কারণে মোবাইল কোর্ট এর আওতায় অর্থদণ্ড আরোপ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments