শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলা৭ চিকিৎসকসহ ১৭জন করোনায় আক্রান্ত, আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

৭ চিকিৎসকসহ ১৭জন করোনায় আক্রান্ত, আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

বাংলাদেশ প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ৭ চিকিৎসকসহ ১০ স্বাস্থ্যকর্মী ও কর্মচারীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া সদর উপজেলায় আরও ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় মোট ৩৫ জন করোনা রোগী শনাক্ত হলেন।

এদিকে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ১৭ জন করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৭ জন চিকিৎসক ও ১০ জন স্বাস্থ্যকর্মী ও ওই হাসপাতালের কর্মচারী। ২৭ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ জন ও আলমডাঙ্গা উপজেলায় রয়েছেন ১৭ জন।

সিভিল সার্জন আরও জানান, জেলার চার উপজেলা থেকে মোট ২৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১০৫টি নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ দুপুরে ২৭ জনের রিপোর্ট করোনা পজিটিভ বলে জানানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments