বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাকরোনার উপসর্গ নিয়ে রংপুরে ২ জনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে রংপুরে ২ জনের মৃত্যু

জয়নাল আবেদীন: করোনার উপসর্গ নিয়ে রংপুরে এক ব্যবসায়ী ও বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত ফোরম্যান মৃত্যু বরণ করেছেন। রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবলু বনিক বেশ কয়েকদিন ধরে সর্দি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার নিউ সেনপাড়া বাড়িতেই তিনি মারা যান। একইদিন রাতে নগরীর শালবন এলাকার পিডিবির অবসরপ্রাপ্ত ফোরম্যান জহুরুল ইসলাম টুলু করোনার উপসর্গ নিয়ে মারা যান। তার অ্যাজমা ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। রংপুরের সিভিল সার্জন জানান, তারা দু’জনেই করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments