বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় দরকার নেই এমন জায়গায় নির্মাণ হচ্ছে ৫৩ লাখ টাকার ব্রীজ

উল্লাপাড়ায় দরকার নেই এমন জায়গায় নির্মাণ হচ্ছে ৫৩ লাখ টাকার ব্রীজ

সাহারুল হক সাচ্চু :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দরকার নেই সড়কের এমন এক জায়গায় প্রায় ৫৩ লাখ টাকা ব্যায়ের একটি ব্রীজ নির্মাণ করা হচ্ছে । সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে উল্লাপাড়ার পশ্চিমপাড়ার গ্যাসলাইনের কাছাকাছি মোহনপুর সড়ক পথে ব্রীজটি নির্মাণ হচ্ছে । এদিকে এরই মধ্যে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান দরকার নেই এমন জায়গায় ব্রীজটির নির্মাণ কাজ বন্ধের বিষয় লিখিতভাবে জানিয়েছেন । বিভিন্ন সুত্রে তথ্যে ও সরেজমিনে দেখে জানা যায়, সড়ক পথটির সেখানে পুরানো একটি ব্রীজ রয়েছে। ব্রীজটির এক পাশে ব্যাক্তিগত একটি জলাশয় আর আরেক পাশে ব্যাক্তিগত জমি রয়েছে। বসতবাড়ী করার জন্য সে জমি প্লট আকারে বিক্রি করা হয়েছে। প্রায় দেড় যুগ হলো পুরানো ব্রীজটি হয়ে পানি প্রবাহ কিংবা নিষ্কাশন হয় না। এমন যে ব্রীজের মুখ ইটের গাথনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সড়ক বিভাগ থেকে পুরানো ব্রীজটির কাছে নতুন একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। গত দিন পাচেক আগে ঠিকাদার সেখানে মাটির পার্শ্ব সড়ক নির্মাণ করেছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান গত ১৪ মে অপ্রযোজনীয় জায়গায় ব্রীজটির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে জানিয়েছেন । এছাড়া বিষয়টি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হয়েছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল প্রামাণিকের গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে, সড়কটি নতুনভাবে চওড়া করে পুনঃনির্মাণ করা হয়েছে। একারণে পুরানো ব্রীজটি ভেঙ্গে সেখানে নতুন ব্রীজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটি চওড়ার কারণে ব্রীজটি বড় করে নির্মাণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments