মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাকক্সবাজারে অর্ধকোটি টাকা মূল্যের ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারে অর্ধকোটি টাকা মূল্যের ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে কালো পলিথিন ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আনোয়ার সাদেক (১৯) উখিয়া কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডব্লিউ এর বাসিন্দা আকাম উদ্দিনের ছেলে। শুক্রবার (২২ মে) সকালে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণ পার্শ্বে ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বেচাকেনার উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগ থেকে ৯ হাজার ৯৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৪৯ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। উদ্ধার ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments