মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাপিরোজপুরে ঢাকা ফেরত একই পরিবারের ৪ জনের করোনা শনাক্ত

পিরোজপুরে ঢাকা ফেরত একই পরিবারের ৪ জনের করোনা শনাক্ত

বাংলাদেশ প্রতিবেদক: পিরোজপুরের ইন্দুরকানীতে ঢাকা ফেরত একই পরিবারের চারজনসহ দুই গ্রামে ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার রাতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগের করোনা পরীক্ষাগার থেকে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে নতুন এ শনাক্তের খবর আসে।

এর মধ্যে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজনের করোনা পজিটিভের তথ্য আসে।

ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আমিনুল ইসলাম উপজেলায় আটজনের করোনা পজিটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন

স্থানীয় স্বাস্থ্যকর্মী সূত্রে জানা গেছে, উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের একই পরিবারের ৪ জনের করোনা পজিটিভ এসেছে।

এছাড়া একই গ্রামের আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে একই ইউনিয়নের বালিপাড়ার সেপাই বাড়িতে করোনা রোগীর সংস্পর্শে থাকা এক নারীর করোনা শনাক্ত হয়েছে।

গত ১৮ মে এদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে এদের শরীরে কোনো করোনা উপসর্গ ছিল না।

আক্রান্ত সবাই ঢাকা থেকে এসেছেন। নমুনা সংগ্রহের পরও স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা অমান্য করে তারা অনেকের সঙ্গে ওঠাবসা ও হাট-বাজারে ঘোরাফেরা করেন। এছাড়া পুরুষ লোকজন মসজিদে নিয়মিত জামাতে নামাজ আদায় করেছিল।

এর আগে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত বালিপাড়া গ্রামের সেপাই বাড়িতে দুই নারী এবং কালাইয়াগ্রামে এক যুবকের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে এ উপজেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ১১ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments