শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাচট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৬৬ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৬৬ জন করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামে আরও ১৬৬ জনের শরীরে করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে গোটা জেলায় মোট ১ হাজার ৬৪৫ জনের করোনা শনাক্ত হলো।

সিভাসু, চমেক, বিআইটিআইডি ও কক্সবাজারের ল্যাবে চট্টগ্রাম জেলার মোট ৪৫১টি নমুনা পরীক্ষা করে নতুন ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে নগরীর ১৪৬ জন ও অন্যান্য উপজেলার ২০ জন বাসিন্দা রয়েছেন।

শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, শনিবার ফৌজদারহাট বিআইটিআইডি’র ল্যাবে ২৪৬টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ৫৬ জন নগরীর এবং ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবে ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নগরীর ৯০ জন এবং বিভিন্ন উপজেলার আটজন আছেন।

অন্যদিকে,সিভাসু ল্যাবে একই দিনে ৫০ জনের নমুনা পরীক্ষায় কারও নমুনায় করোনা সংক্রমণ পাওয়া যায়নি বলেন জানান সিভিল সার্জন।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রাম জেলার ১৫ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৬৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments