বাংলাদেশ প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম আর নেই। মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১২টার দিকে মারা গেছেন তিনি।
গ্রামবাসী ও স্বজনেরা জানান, করোনায় আক্রান্ত হয়ে ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাড়িতে ছিলেন মুক্তিযোদ্ধা আমিনুল। রাতে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই মারা যান।
আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন ফকির।
তিনি জানান, গত চারদিন আগে তার করোনা পজেটিভ পাওয়া যায়।