শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeবিনোদনলকডাউনে শুটিং বন্ধ, গলায় ফাঁস দিয়ে বেকার অভিনেত্রীর আত্মহত্যা

লকডাউনে শুটিং বন্ধ, গলায় ফাঁস দিয়ে বেকার অভিনেত্রীর আত্মহত্যা

বাংলাদেশ ডেস্ক: লকডাউনে হাতে কাজ নেই, শুটিং বন্ধ। চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। বেকারত্ব সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ভারতের হিন্দি ধারাবহিকের চেনা মুখ প্রেক্ষা মেহতা(২৫)।

সোমবার রাতে ইন্দোরে নিজ বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এ অভিনেত্রী। মঙ্গলবার সকালে তার বাবা ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। খবর এনডিটিভির।

প্রেক্ষার ঘনিষ্ঠ সূত্র জানায়, কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রামে, সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা।

শুধুই কি হতাশা নাকি অন্য কারণও রয়েছে? হিরানগর থানার ওসি রাজিব ভাদোরিয়া সংবাদমাধ্যমকে জানান, লকডাউন শুরু হওযার পর থেকে ইন্দোরে বাড়িতেই ছিলেন প্রেক্ষা। কেন আত্মহত্যা করলেন তিনি, সে বিষয়ে অনুসন্ধান চলছে।

ক্রাইম পেট্রল’, ‘মেরি দুর্গা’ এবং ‘লাল ইশক’ ধারাবাহিকে কাজ করে বেশ প্রসংশা কুড়িয়েছেন প্রেক্ষা। তার এভাবে চলে যাওয়ায় বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments