শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
Homeসারাবাংলাবগুড়ায় ১৭ টন চালসহ সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা আটক

বগুড়ায় ১৭ টন চালসহ সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা আটক

বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ার গাবতলীর সাবেকপাড়া খাদ্য গুদাম থেকে ১৭ টন চালসহ ওই গুদামের কর্মকর্তা গাজী মো. শফিকুলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকার ১০টার দিকে ওই খাদ্য গুদাম থেকে তাকে আটক করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন বলেন, ১৭ টনের একটি ডিও পাওয়া গেছে, এই ডিও কার এ বিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তা গাজী শফিকুলকে জিজ্ঞাসাবাদের পর যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রওনক জাহান জানান, গুদাম কর্মকর্তাকে চালসহ থানায় নিয়ে আসার খবরটি ওসির কাছ থেকে জানতে পেরেছি।

ওসি আরো জানিয়েছেন, ১৭ টন চালের একটি ডিও তার কাছে পাওয়া গেছে। তবে এই মুহূর্তে ১৭টনের কোনো ডিও দেয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গাবতলী থানার ওসি নুরুজ্জামাম জানান, চালগুলো গুদাম থেকে জেলার ধুনট এলাকার এক ব্যবসায়ীর কাছে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল এমন খবর পেযে চালসহ তাকে আটক করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments