শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলারংপুর থেকে ঢাকা মহাসড়কে বাস চলবে ১ জুন থেকে

রংপুর থেকে ঢাকা মহাসড়কে বাস চলবে ১ জুন থেকে

জয়নাল আবেদীন: ১লা জুন থেকে রংপুর থেকে ঢাকা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করবে। রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুর জেলা মটর মালিক সমিতি ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় । এতে সামাজিক দুরুত্ব বাজায় রাখা ও সচেতনতা বজায় রাখার জন্য সড়ক পরিহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি কড়া হুশিয়ারি প্রদান করেন জেলার সেবক ডিসি আসিব আহসান।এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, রংপুর জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজু, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ সহ বিআরটিএ নেতৃবৃন্দ। সভায় বলা হয় শুধুমাত্র ঢাকা মহাসড়কে সরাসরি বাস চলাচল করবে, কোন স্থানে বাস থামবেনা। জেলা পর্যায়ে লোকাল বাস চলাচল বন্ধ। গাড়িতে সামাজিক দুরত্বি বজায় রেখে প্রতি সিটে ১ জন করে যাত্রী বসবে, যদি একই পরিবারের লোক হয় তবে সিটে ২জন যাত্রী বসতে পারবে। গাড়িতে জিবানু নাশক স্প্রে ব্যাবহার করতে হবে। টিটিক কাউন্টারে ও গাড়ির ড্রাইভার, কন্ট্রাকটার, হেলাপার অবস্যাই মাস্ক ও হ্যান্ড গ্লোফস ব্যাবহার করবে। মাস্ক ছাড়া কোন যাত্রীকে গাড়িতে উঠানো যাবেনা। বাসে যাত্রীতে সচেতনতা বৃদ্ধির লক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও মটর মালিক- শ্রমিক সংগঠন যৌথ উদ্যোগে একটি মনিটরিং কমিটি করা হবে। সভায় আরো বলা হয় নীতিমালা মেলা গাড়ি চালানো না হলো প্রচলিত আইনে পদক্ষেপ নেয়া হবে । এদিকে পঞ্চগড় এবং লালমনিরহাট এক্সপ্রেস রোবার থেকে যাত্রা শুরু করলেও রংপুর রেলওয়ে স্টেশন থেকে কোনো প্রকার ট্রেন চলাচলের নির্দেশনা পাওয়া না যাওয়ায় রোববার থেকে কোন ট্রেন যাতায়াত করেনি । তবে আগামী সপ্তাহ থেকে বাকি আন্তনগর ট্রেনগুলো চলাচল করতে পারে বলে জানান রংপুর রেলওয়ের এক কর্মকর্তা ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments