বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের গোসল, জানাযা ও দাফনের দায়িত্ব নিয়েছেন ইসলামিক ফাউণ্ডেশন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। করোনায় মৃত ব্যক্তিদের কাছে আসতে কেউ আসতে সাহস না পাওয়ায় উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা ও উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা স্বেচ্ছায় এ দায়িত্ব নেন। উপজেলা প্রশাসনের তদারকিতে তারা এ দায়িত্ব নেন। গতকাল রবিবার উপজেলার চরকালেখান ইউনিয়নে দক্ষিণ গাছুয়া গ্রামের রশিদ মিয়ার ছেলে করোনায় মৃত আসাদ মিয়ার গোসল, জানাযা ও দাফনের মাধ্যমে ইসলামিক ফাউণ্ডেশন ও ইসলামী আন্দোলন তাদের কার্যক্রম শুরু করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস জানান বেশিরভাগ মানুষ করোনায় মৃত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে চায় সেখানে উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন ও ইসলামী আন্দোলন নেতাকর্মীরা স্বেচ্ছায় এগিয়ে আসায় তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের প্রয়োজনীয় সুরাক্ষা সামগ্রী প্রদানের জন্য জেলা প্রশাসনের কাছে সুপারিশ করা হবে।