কায়সার হামিদ মানিক: করোনা ভাইরাস কক্সবাজার জেলাজুড়ে দিন দিন ভয়াবহ আকারে রূপ নিচ্ছে। এবার একদিনেই জেলার ৮ টির মধ্যে ৭টি উপজেলাতে করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় করোনা পজেটিভ মেলেনি। কোভিড-১৯ সংক্রমণ রোগ কক্সবাজারে রোববার একদিনেই ২৫৮ নমুনা টেষ্টে ‘পজিটিভ’ হয়েছে ৭০ জনের। তার মধ্যে নতুন ভাবে ৬৪ জন কক্সবাজার জেলার, বাকি ২জন অন্য জেলার। ৪ জন পুরাতন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। রোববার (৩১ মে)কক্সবাজার মডিকলে কলেজের পিসিআর ল্যাবে নতুন ভাবে এই ৬৬ জনের পজিটিভ হয়েছে। তাদের মধ্যে সব চেয়ে বেশি সংখ্যাক কক্সবাজার সদর উপজেলাতেই। একদিনেই সদরে ৩৫ জন আক্রান্ত হয়েছে। এছাড়া উখিয় উপজেলাতে ১২ জন, টেকনাফে ১১ জন, মহেশখালী ১ জন, রামু ২ জন,চকরিয়া ২জন, পেকুয়া ১ জন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলা ১ জন করে রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকলে কলেজ অথ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের প্যথলজী বিভাগের প্রধান ডা. রূপস পাল।