বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাময়মনসিংহে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জন করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: ময়মনসিংহে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

আজ মঙ্গলবার (২ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার (১ জুন) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ২৩০টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ৩৬ জন, মমেক হাসলপাতালের দুই চিকিৎসকসহ ১৩ জন স্বাস্থ্যকর্মী।

ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলায় পাঁচজন করে ও নান্দাইলে চার জন রয়েছেন।

মসিউল আলম জানান, এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৫৬৫ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। হোম আইসোলেশনে আছেন ৩৪১ জন, মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮৮ জন ও মৃত্যু হয়েছে ৬ জনের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments