বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ: চেয়ারম্যানসহ আহত ১৫, আটক ২

সাঁথিয়ায় মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ: চেয়ারম্যানসহ আহত ১৫, আটক ২

আব্দুুদ দাইন: পাবনার সাঁথিয়ায় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষে ১৫জন আহত হয়েছে। ইউনিয়ন আ:লীগের সহসভাপতিসহ আটক-২। উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নে রতনপুর গ্রামে শনিবার সন্ধ্যায়। জানা যায়, আধিপত্য বিস্তারের লক্ষে রতনপুর গ্রামের পুরাতন জামে মসজিদের স্থানীয়রা পৃথক পৃথক দুইটি কমিটি গঠন করে। প্রথম কমিটির সভাপতি আকবার আলী ও ২য় কমিটির সভাপতি খালেদ মোশারফ টুটুল। মসজিদ পরিচালনায় দুই কমিটি নিয়ে বিরোধ চলছিল। এমতাবস্থায় শান্তির লক্ষ্যে শনিবার ১৩ জুন বিকালে সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ:লীগের সভাপতি আলহাজ আবু ইউনুস আহবায়ক হয়ে মিমাংসার লক্ষে দু’গ্রুপের দুই কমিটির সদস্যদের নিয়ে স্থানীয় মাদ্রাসায় মাঠে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে প্রথম কমিটির সভাপতি ও ইউনিয়ন আ:লীগের সহসভাপতি আকবর আলী সমর্থক ও অপর কমিটির সভাপতি ইউনিয়ন আ:লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মোশারক্ষফ টুটুলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ঁেবধে যায়। উভয় গ্রুপ ইট পাটকেল, লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে চেয়ারম্যান আলহাজ আবু ইউনুস, ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক শামসুল হক সান্টুসহ উভয় গ্রুপের আয়ুব আলী, আকবার আলী, সুমন, ইসমাইল, আজিজ মৃর্ধা, আলামিন, ওহেদালী, মামুন, রেজাউল, আব্বাস, ফজর আলী, মাবুল, সবুর আলী আহত হয়। এঘটনায় খালেদ মোশারফ টুটুল বাদী হয়ে ২৩ জনকে আসামী করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আকবার আলী ও তার ভাই আঃ মোতালেবকে আটক করে রোববার আদালতে প্রেরন করেন। এ বিষয়ে টুটুল বলেন, স্থানীয় জামায়াত নেতা মওলানা হাসান আলীর ইন্ধনে গ্রামের বেশীর ভাগ মানুষকে বাদ দিয়ে মনগড়া কমিটি গঠন করে তাদের ইচ্ছেমত মসজিদ নিমানের কাজ করতে থাকে। অপর দিকে আকবার গ্রুপের সমর্থকরা বলেন, গ্রামের লোকজন মিলে অনেক দিন ধরে আকবারকে সভাপতি করে মসজিদ পরিচালনা করে আসছিল। হঠাৎ করে টুটুলের নেতৃত্বে নতুন কমিটি গঠন করলে বিরোধের সৃষ্টি হয়। ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ আবু ইউনুস সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, এ মসজিদের পৃথক দুইটি কমিটি হওয়ায় বিরোধ সৃষ্টি হয়। যা মিমাংসার লক্ষে বসলে সংঘর্ষ হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments