বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারেড জোন বিবেচনায়-ফের লকডাউন 'রায়পুর পৌরসভা'

রেড জোন বিবেচনায়-ফের লকডাউন ‘রায়পুর পৌরসভা’

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বিস্তারে ‘রেড জোন’ বিবেচনা করে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা ফের লকডাউন করা হয়েছে। করোনার প্রকোপ থেকে জনসাধারণের সুরক্ষায় আগামী (১৬ জুন মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত) রায়পুর পৌরসভা লকডাউন কার্যকর হবে। রোববার সকালে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের নির্দেশনায় সিদ্ধান্তের কথা জানান ইউএনও সাবরীন চৌধুরী। এ-উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, মেয়র ইসমাইল খোকন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান এডঃ মারুফ বিন জাকারিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় জানানো হয়েছে, রেডজোনে থাকায় সকলের সিদ্ধান্ত অনুয়ায়ী করোনার প্রকোপ থেকে জনসাধারনের সুরক্ষায় শুধু মাত্র রায়পুর পৌরসভাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন জানান, শনিবার পর্যন্ত রায়পুরসহ জেলায় সর্বমোট ৪১৭ জন করোনা রোগী শনাক্ত রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে রায়পুর উপজেলায় একজন। তবে শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এখনো কোন পজেটিভ রোগী জেলায় মারা যায়নি। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সাবরীন চৌধুরী জানান, অত্যাধিক ঝুঁকি বিবেচনায় রায়পুর পৌরসভা লকডাউন ঘোষণার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার থেকে লকডাউন কার্যকর করা হচ্ছে। এতে সব ধরনের যানবাহন এবং ওষুধ দোকান, কাঁচাবাজার ও শপিংমল বন্ধ থাকবে। লকডাউন পূবের ন্যায় হবে না। এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে। সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে লকডাউনের বিষয়ে প্রচারণায় সতর্ক করা হচ্ছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments