জি এম মিন্টু: যশোরের কেশবপুরে বিদ্যুতে ঝলসে যাওয়া রং মিস্ত্রী হামিদুল দীর্ঘ ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন । ২২ জুন সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছ, কেশবপুর উপজেলার বাগদা গ্রামের হামিদুল ইসলাম গত ১৯ জুন কেশবপুর মহিলা ফাজিল মাদ্রাসায় রং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। বিদ্যুৎ স্পৃষ্টে তার শরীরের এক তৃতীয়াংশ পুড়ে ঝলসে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২২ জুন সকাল থেকে তার শরীরের মাংস খসে পড়তে শুরু করায় তাকে আইসিইউতে রাখা হয়। এক পর্যায় ঐদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।