বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাচাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়া থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জ্বলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া উজ্জ্বল গোপালগঞ্জ জেলার আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, গত তিন মাস ধরে আশুলিয়ার ভাদাইল এলাকায় আকবর আলী নামের এক ময়লা ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন শেখ মোহাম্মদ উজ্জ্বল। পরে ওই ব্যক্তি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার রাতে শেখ মোহাম্মদ উজ্জ্বল ওই ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে ভুক্তভোগী ওই ব্যক্তি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, ‘শেখ মোহাম্মদ উজ্জ্বলের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আশুলিয়া থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেন।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments