শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে তীব্র স্রোতে ভেঙে গেল ব্রীজ, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

টাঙ্গাইলে তীব্র স্রোতে ভেঙে গেল ব্রীজ, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির তীব্র স্রোতে ঝিনাই নদীর উপর দাপনাজোর এলাকার সেতু ভেঙে বিশ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন। এতে চরম দূর্ভোগে পড়েছে বিবিন্ন শ্রেনি পেশার মানুষ। সোমবার (২০ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর এলাকায় ঝিনাই নদীর উপর নির্মিত সেতুটির পূর্বাংশের একটি পিলার ও দুইটি স্ল্যাব ভেঙে যায়। স্থানীয়রা জানান, সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলার দাপনাজোর, হাকিমপুর, দোহার,আইসড়া, একঢালা, দেউলী, জশিহাটীসহ প্রায় ১৫-২০টি গ্রামের মানুষ এখন চরম দুর্ভোগ পোহাচ্ছে । তারা আরো বলেন, মাত্র ২০ বছর বয়সের একটি ব্রীজের এই পরিনতি হতে পারে এটা এদেশেই সম্ভব। টাঙ্গাইল থেকে বাসাইল যাওয়ার পথে চাকুরিজীবী শামীম বলেন, কিছুক্ষণ আগে আমি এই ব্রীজ দিয়ে এসেছি ফেরার পথে দেখি ব্রীজটি ভেঙে গেছে। নদী থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে ব্রীজটির তলদেশ থেকে মাটি সরে গিয়ে এই অবস্থা হয়েছে বলেও মন্তব্য করেন স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য মহসীনুজ্জামান বলেন, ‘ঝিনাই নদীতে বন্যার পানির ব্যাপক স্রোত। এ কারণে সেতুটির পিলারের নিচের মাটি সরে গিয়ে দুইটি স্ল্যাব ও একটি পিলার ভেঙে পড়েছে। এতে ১৫-২০টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। উপজেলা এলজিইডির প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, ‘২০১৯ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বর্ষার পানির স্রোতে ১২০ মিটার সেতুটির ৩০ মিটার স্ল্যাব ও একটি পিলার ভেঙে পড়েছে। সেতুটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়। নতুন করে সেখানে ২৮২ মিটারের একটি সেতু নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে। বর্ষা চলে গেলেই নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments