বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বন্যায় কৃষি খাতে প্রায় সাড়ে ২৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি

উল্লাপাড়ায় বন্যায় কৃষি খাতে প্রায় সাড়ে ২৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারের বন্যায় প্রায় ৩ হাজার ৬শ ৪৫ হেক্টরের বিভিন্ন ফসলের একেবারে ক্ষয় ক্ষতি হয়েছে । এ বন্যা কৃষি খাতে মোট প্রায় ২৬ কোটি ৪২ লাখ টাকার ক্ষতি করে দিয়েছে ৷উপজেলা কৃষি বিভাগ বন্যায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। উল্লাপাড়া অঞ্চলে এবারে আগাম করে বন্যা হয়েছে। গোটা উপজেলার ১৪ টি ইউনিয়ন এলাকা জুড়ে এখনো বন্যার পানি ৷ উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল হক জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকার প্রায় ২৫ শ হেক্টরের বোনা আমন ধানের ক্ষতি হয়ে গেছে৷ এতে টাকার অংকের হিসেবে ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি ৬০ লাখ টাকা৷ বিভিন্ন মাঠের ৫ শ ৬০ হেক্টরের সবজি ফসল নষ্টে প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে ৷ এছাড়া ৪ শ ৫০ হেক্টরের আউশ ধান নষ্টে প্রায় ৪ কোটি ৯ লাখ টাকা , রোপা আমন ধানের বীজতলা ৬৫ হেক্টরের ক্ষতিতে প্রায় ৪০ লাখ টাকা ও প্রায় ৩০ হেক্টরের রোপা আমন ধানের ক্ষতি হয়েছে৷ এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে৷ বিভিন্ন মাঠের ৪০ হেক্টরের পাট ফসল নষ্টে ক্ষতি হয়ে গেছে প্রায় ৩৩ লাখ টাকা ৷ উপজেলার পঞ্চক্রোশী , সদর উল্লাপাড়া , বড়হর ইউনিয়ন এলাকার বিভিন্ন মাঠের সবজী ফসলের সবই ক্ষতি হয়ে গেছে বলে জানা যায় ৷ সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা মাঠে প্রায় ২৫ জন কৃষক বেগুন , মরিচ, ঢেড়শসহ বিভিন্ন ফসলের আবাদ করেছিলেন ৷ বন্যায় প্রায় সব জমির সবজী ফসলের একেবারে ক্ষতি হয়েছে ৷ কৃষক মেহের আলী লিজ নেয়া জমিতে বেগুন, কুমড়া , ঢেড়শ ও মাচানে সবজী ফসলের আবাদ করেছিলেন ৷ বন্যায় সব ফসলেরই ক্ষতি হয়ে গেছে ৷ তিনি জানান , আরো মাস দুয়েক সময় ফসলের ফলন বলতে বেগুন ,ঢেড়শ,কুমড়াসহ মাচানের সবজী তুলে বাজারে বিক্রি করতে পারতেন ৷ সেসব ভেস্তে গেছে৷ এখন ভাবছেন বন্যার পানি শুকিয়ে গেলে আগাম করে শীতকালীন সবজী ফসলাদির আবাদ করবেন৷ উপজেলা কৃষি অফিসার সূবর্ণা ইয়াসমিন সুমি জানান, বন্যায় অন্যান্য ফসলের সাথে রোপা আমন ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে ৷ এ ধানের আবাদে ভাসমান রোপা আমনের বীজতলা করার পরিকল্পনা এবং কম সময়ের মধ্যে তা করা হবে৷ কৃষকদেরকে আগাম করে বন্যা পরবর্তী বিভিন্ন ফসলের আবাদে মাঠ পর্যায়ে তার বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments