শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাগুম হওয়া স্বামী ও সন্তানের খোঁজে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

গুম হওয়া স্বামী ও সন্তানের খোঁজে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

ফিরোজ সুলতান: ঢাকার সবুজবাগে গুম হয়ে যাওয়া স্বামী দেলোয়ার হোসেন ও সন্তান ছালেউর রহমানের খোঁজে ঠাকুরগাঁওয়ে সংবাদ সংন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিছুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন গুম হওয়া দুই জনের স্বজনরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেলোয়ার হোসেনের স্ত্রী শিরিনা বেগম এবং ছালেউরের বাবা আজিজুর রহমান।

লিখিত বক্তব্যে তারা জানান, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রাননগর গ্রামের সিরাজুল ইসলাম ও তার বন্ধু ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোটাপাড়া গ্রামের ছালেউর রহমান দীর্ঘদিন যাবৎ ঢাকার সবুজবাগে রিক্সা চালাতো। গত ৫ জানুয়ারি রাতে দেলোয়ার তার স্ত্রীকে মোবাইল ফোনে জানায় যে, তাদের সবুজবাগের বাড়িতে প্রশাসনের লোকজন এসে দরজা খোলার জন্য চাপ দিচ্ছে। এর পর থেকেই নিখোজ হয় সে। ওই দিনের পর থেকে তার মোবাইল ফোন আর খোলা পাওয়া যায়নি। একই অবস্থা হয় অপর নিখোঁজ ব্যক্তি ছালেউরের।

পরবর্তিতে উভয় পরিবারের লোকজন ঢাকায় গিয়ে প্রথমে রিক্সার গ্যারেজে, পরে আশ পাশের গ্যারেজে, পরে স্থানীয় থানায়, হাসপাতালে, কারাগারে ও মর্গে খোজ নিয়ে তাদের সন্ধান পায়নি। পরে ৬ ফেব্রূয়ারি দেলোয়ারের স্ত্রী শিরিনা বেগম সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করেন এবং অপর নিখোঁজ ব্যক্তি ছালেউরের পিতা আজিজুর রহমান ৯ ফেব্রূয়ারি খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কিন্তু দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেলেও উভয় পরিবারের সদস্যরা নিখোঁজ হওয়া ব্যক্তিদের কোন সন্ধান পাওয়া না গেলে তাদের ধারনা হয় যে দেলোয়ার হোসেন এবং ছালেউরকে প্রশাসনের লোকেরাই গুম করে রেখেছে।

সংবাদ সন্মেলনে স্বজনরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাষ্টের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের গুম হয়ে যাওয়া দেলোয়ার ও ছালেউরের প্রকৃত তথ্য উদ্ধার এবং সন্ধানের জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments