তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগতিতে দ্রুত গতির মালবাহী ট্রাকের ধাক্কায় মো. ডালিম (২৪) নামে এক মোটার সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের রামগতি উপজেলার রাস্তারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডালিম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সমিতি বাজার এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ডালিম উপজেলার ছৈয়দ মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে রাস্তারহাটের দিকে যাচ্ছিলেন।
এ সময় দ্রুত গতির একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এতে ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পলাতক রয়েছ।