বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে পূর্ব শত্রুতার জেরধরে বিষ প্রয়োগ করে গাভী হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার মুলাদী পৌর সদরের চরডিক্রী চালতা তলা এলাকার হাচেন হাওলাদারের পুত্র ইসমাইল হাওলাদারের ২টি গাভীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। গরুর মালিক ইসমাইল জানান ১০ অক্টোবর সকালে তিনি গোয়ালে যান এবং গাভীগুলোকে খাবার ও পানি খাওয়ানোর প্রায় ৩০ মিনিটের মধ্যে ৩টি গাভী অসুস্থ্য হয়ে পরে এবং ২টি গরু মারা যায়। পরে তিনি ১টি গাভী দ্রুত উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরধরে কেউ তার গোয়ালে রাখা পানির পাত্রে বিষ কিংবা কীটনাশক মিশিয়ে গাভীগুলোকে হত্যা করেছে। এব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা জানান গাভীগুলোকে বিষ প্রয়োগ করা হয়েছে নাকী ভেজাল খাদ্যে মারা গেছে ল্যাব পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান গাভীর মালিক লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।