মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বিশ্ব মান দিবস পালিত

রংপুরে বিশ্ব মান দিবস পালিত

জয়নাল আবেদীন: পৃথিবীতে ভালো ভাবে বাঁচাতে হলে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন রংপুর জেলার সেবক জেলা প্রশাসক আসিব আহসান। তিনি বলেছেন, “পরিবেশের সুরক্ষা ব্যতীত যেমন টেকসই উন্নয়ন সম্ভব নয়। তেমনি প্রকৃতির সাথে বৈরিতা নিয়ে পৃথিবীর প্রাণিকূলের ও উদ্ভিদের অস্তিত্ব টিকিয়ে রাখাও কঠিন। তাই পৃথিবী সুরক্ষায় সকল বিষয়ের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন”। বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব মান দিবস এর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, “বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের সবার মধ্যে সচেতনতা ও বিবেক বোধ জাগ্রত করতে হবে। সবকিছুরই মান গুরুত্ব সহকারে অনুধাবন করার মানসিকতা সৃষ্টি করতে হবে। এজন্য মানের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না”। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া তোফাজ,রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াজ শহিদ শোভন,বিএসটিআই রংপুর বিভাগীয় প্রধান ওউপ-পরিচালক (মেট্রোলজি) মোঃ রেজাউল হক ।এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরাফাত রহমান। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন-বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “পৃথিবী সুরক্ষায় মান”। দেশের অন্যান্য জেলার ন্যায় রংপুরেও জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’র উদ্যোগে দিবসটি পালিতহয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments