মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাবেশি দামে আলু বিক্রি করায় রংপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে আলু বিক্রি করায় রংপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

জয়নাল আবেদীন: রংপুরে আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। প্রতিদিনই জেলার বিভিন্নস্থানে বাজার মনিটরিং এর পাশাপাশি কোল্ড স্টোরগুলো পরিদর্শন করে সরকারের বেধে দেয়া মূল্যে আলু বিক্রি ও সরবরাহ ঠিক রাখতে নিদের্শনা দিচ্ছেন। এরপরও ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন। এমন দু’জন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এতথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান। তিনি জানান, সোমবার রংপুরের গঙ্গাচড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাইদ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে আলু বিক্রি করার অপরাধে ইউনুস আলী ও আব্দুল হালিম নামে দুইজন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দুজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অধিক দামে আলু বিক্রয় করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এএসপি হাফিজুর আরও বলেন, আলুর মূল্য বৃদ্ধির কারণে সবজির বাজারে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত আলু মজুদ থাকার পরও একশ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধ মজুদ করে কৃত্রিমভাবে আলুর দাম বৃদ্ধি করছে। প্রশাসন এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসন তৎপরতা অব্যাহত রেখেছে। বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি থাকার পরও একটি সিন্ডিকেট আলুর দাম বাড়িয়েছে দাবি করে তিনি বলেন, প্রতি কেজি আলুর উৎপাদন, পরিবহণ এবং সংরক্ষণ বাবদ খরচ পড়ে মাত্র ১৬ টাকা। অথচ অবৈধ মজুদদারদের লোভের শিকার হয়ে প্রতি কেজি আলু বাজারে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকার মধ্যে। এদিকে র‌্যাব ছাড়াও রংপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার জেলার বিভিন্ন বাজার নিয়মিত করছেন। কোথাও কোথাও ব্যবসায়ীদের সর্তক করার পাশাপাশি জরিমানাও করেছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments