শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে সেতু পাড় হতে হয় বাঁশের মাচা দিয়ে, দুর্ভোগে এলাকাবাসী

শাহজাদপুরে সেতু পাড় হতে হয় বাঁশের মাচা দিয়ে, দুর্ভোগে এলাকাবাসী

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাঐখোলা-পোরজনা সড়কে সেতু নির্মাণ করার হলেও সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোন সুফল না পেয়ে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে বাঁশের মাচা তৈরি করে নানা ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করছে। এর ফলে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। এলাকা ঘুরে জানা গেছে, পোরজনা ইউনিয়নের বাঐখোলা, বাচড়া, ছোট মহারাজপুর, চর কাদাই, উল্টাডাব, রানীখোলা ও বড় মহারাজপুর গ্রামের শত শত মানুষ প্রতিদিন বাঁশের মাচা দিয়ে ওই সেতু পাড় হয়ে যাতায়াত করছে। সংযোগ সড়ক না থাকায় এলাকার ব্যবসায়ীদের মালামাল নিয়ে মাচাল দিয়ে সেতু পাড় হতে প্রতিনিয়তই নানা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। ওই সেতু দিয়েই এলাকাবাসীকে বিভিন্ন হাট বাজার, ভূমি অফিস, স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াত করতে হয়। এছাড়া প্রতিদিন ওই সেতু দিয়ে স্কুল, কলেজ ও মাদরাসার শত শত শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১ বছর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা ব্যয়ে ২০ ফুট দৈর্ঘের ওই সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করায় এলাকাবাসীকে সেতু দিয়ে চলাচল করতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে ছোট মহারাজপুর গ্রামের আব্দুস ছালাম, রানীখোলা গ্রামের সামশাদ আলী, উল্টডাব গ্রামের আব্দুল হালিম জানান, এ ইউনিয়নের ৬টি গ্রামের প্রায় ১২ হাজার মানুষ এই সেতু দিয়ে চলাচল করে থাকে। সংযোগ সড়ক না থাকায় তারা নিজেদের অর্থায়নে সেতুর দুই পাশে বাঁশের মাচা তৈরি করে নানা ঝুঁকি নিয়ে চলাচল করছে। তারা অবিলম্বে সংযোগ সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সেতুটি নির্মাণের পর সংযোগ সড়কে কিছুটা মাটি ভরাট করা হয়েছিল। কিন্তু বন্যার পানির চাপে তা ভেঙ্গে গেছে। খুব শীঘ্রই সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments