মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় কৃষিতে নতুন সম্ভাবনা অসময়ে তরমুজ চাষ

উল্লাপাড়ায় কৃষিতে নতুন সম্ভাবনা অসময়ে তরমুজ চাষ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসময়ে বিদেশী জাতের তরমুজ চাষ কৃষিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। একটি বাগানে থাইল্যান্ডের ব্লাক সুইট-২ ও গোল্ডেন ক্রাউন জাত দুটির আবাদ করা হয়েছে। এরই মধ্যে তরমুজ বিক্রি শুরু হয়েছে। এতে লাভবান হবে বলে আবাদকারী কৃষক আশার কথা জানিয়েছেন। উল্লাপাড়ার চরঘাটিনা এলাকায় ফজলুল হক নতুন একটি নার্সারী করেছেন। এ নার্সারীতে বিদেশী জাতের বড়ই, টমোটো, কফি সহ আরো ফসলের আবাদ করেছেন। নার্সারীটিতে প্রায় ৫০ শতক জমিতে থাইল্যান্ডের উন্নত দুটি জাতের তরমুজ ফসলের আবাদ করেছেন। জাত দুটি হলো- ব্লাক সুইট-২ ও গোল্ডেন ক্রাউন। গতকাল রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ বাগানের মাচায় তুলে দেওয়া গাছে বড় ছোট বহু সংখ্যক তরমুজ ঝুলছে। এর মধ্যে গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ কম পরিমান জমিতে আবাদ করা হয়েছে। প্রতিটি তরমুজ ব্যাগিং করা হয়েছে। ব্যবহার করা হয়েছে নেটের ব্যাগ। দেড় থেকে দু’কেজির মধ্যে তরমুজের ওজন হয়েছে। কৃষক ফজলুল হক জানান, তরমুজ আরো বড় ও ওজন বাড়বে। গতকাল রোববার প্রথম ৪৮ কেজি তরমুজ বিক্রির জন্য তোলেন। স্থানীদের কাছে ৬০ টাকা কেজি দরে তা বিক্রি করেছেন। তার আশা সাতে থেকে সোয়া সাত টণ ফলন মিলবে। তিনি এর আবাদে লাভবান হবেন। তবে স্থানীয় কোন বাজারে নয় উৎপাদিত তরমুজ ঢাকায় বিক্রি করবেন বলে জানান। তিনি ঢাকায় বিক্রির ব্যবস্থাও নিয়েছেন। স্থানীয় কৃষি বিভাগ থেকে এ আবাদে পরামর্শ নেওয়া হয়ে থাকে বলে জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে, ফজলুল হকের তরমুজের আবাদের পিছনে প্রযুক্তি সহায়তা এবং বিভিন্ন রাসায়নিক সারের সহায়তা দেওয়া হয়। এছাড়া সার্বক্ষনিক যোগাযোগ রেখে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়ে থাকে। কৃষি বিভাগের আশা অনেকেই এর আবাদে আগ্রহী হবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments