শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাশ্যামপুর চিনিকল এলাকায় অর্ধদিবস হরতাল পালিত

শ্যামপুর চিনিকল এলাকায় অর্ধদিবস হরতাল পালিত

জয়নাল আবেদীন: বন্ধ চিনিকল চালুসহ ৫ দফা দাবিতে রংপুরের শ্যামপুর চিনিকল এলাকায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এবং আখচাষী কল্যাণ সমিতির ডাকা হরতালে সমর্থন জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখেন । অন্ধকার ভোর ছয়টা থেকে হরতাল কর্মসূচি শুরু করে বেলা ২টায় শেষ করেন । এদিকে সকাল থেকে স্থানীয় আখচাষী ও চিনিকল শ্রমিকেরা শ্যামপুর চিনিকলের সম্মুখ ফটকে অবস্থান নেন। সেখানে তারা আখ মাড়াই কার্যক্রম চালুসহ বন্ধ ৬ চিনিকল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন। এর আগে সকাল থেকে চিনিকল ক্যাম্পাস এলাকায় খন্ড খন্ড মিছিল বের করেন শ্রমিক ও চাষীরা। দাবি আদায় না হলে রেলপথ, রাজপথ অবরোধ সহ আরও কঠর কর্মসূচি ঘোষনার হুঁশিয়ারি দেন আন্দোলনরত সংগঠনের নেতারা। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে চিনিকল এলাকায়। পুলিশি বাধার মুখে আন্দোলনরত শ্রমিক ও চাষীরা চিনিকল ক্যাম্পাস এলাকার বাহিরের সড়কে যেতে পারেনি। তবে হরতালে সমর্থন জানিয়ে চিনিকলের আশপাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক বুলু আমীন বলেন, পনেরটি চিনি কলের মধ্যে নয়টি চালু করলেও এখনও ছয়টি বন্ধ রয়েছে। তারমধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এই চিনিকল চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। না হলে ২৪ ডিসেম্বর থেকে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।বর্তমানে শ্যামপুর চিনিকলসহ স্থগিতকৃত ৬টি চিনিকলে আখ মাড়াই কাৰ্যক্রম যথাযথভাবে পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments