জয়নাল আবেদীন: পতাকা উত্তোলন, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরনের মধ্য দিয়ে দিনব্যাপী রংপুরে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় রংপুর মেডিকেল কলেজ কনফারেন্স হলে স্বাচিপ রংপুর শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ও স্বাচিপ রংপুর শাখার আহবায়ক প্রফেসর ডা: নূরুন্নবী লাইজুর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন ভাইস প্রিন্সিপাল স্বাচিপ সদস্য প্রফেসর ডা: মাহফুজার রহমান, ডা: সৈয়দ মামুন, ডা; আব্দুল ওহাব ,ডা: সুজা ডা: মঞ্জুরুল করিম প্রিন্স সহ অন্যান্য স্বাচিপ নেতৃবৃন্দ।এর আগে কলেজ চত্তরে বেলুন উড়ানো এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয় ।আলোচনা অনুষ্ঠানে জানানো হয় এবার শীতে স্বাচিপ রংপুর জেলা শাখার উদ্দ্যেগে ১হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হবে । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১শ জন দরিদ্র শীতার্তমানুষের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেয়া হয় । এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২০২১সালের ডিসেম্বর পর্যন্ত স্বাচিপ রংপুর শাখা ব্যাপক কর্মসূচি পালন করবে ।