বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে চুমু দিতে বাঁধা দেয়ায় শিশু মাইশাকে হত্যা

রংপুরে চুমু দিতে বাঁধা দেয়ায় শিশু মাইশাকে হত্যা

জয়নাল আবেদীন: রংপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে মোবাশ্বিরা আক্তার মাইশা নামে সাড়ে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পিবিআই পুলিশ। বাড়িতে ডেকে নিয়ে শিশু মাইশাকে যৌন হয়রানি ও চুমু দেয় আসামি।পরে ওই শিশু প্রতিবেশি দাদাকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করলে ক্ষিপ্ত হয়ে সজোরে ধাক্কা দেয় আসামি।এসময় পাশে থাকা বাঁশের সঙ্গে বুকে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায় শিশু মাইশা। এ ঘটনায় গ্রেফতার জহুরুল হক রানা ওরফে ছক্কু পিবিআই পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু মাইশাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।বৃহস্পতিবার দুপুরে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এবিএম জাকির হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।এর আগে বুধবার রাতে নগরীর কেরানীপাড়া এলাকার একটি বাসা বাড়ি থেকে জহুরুল হক রানা ওরফে ছক্কুকে গ্রেফতার করা হয়।পিবিআই পুলিশ সুপার আরও জানান, শিশুটির পরিবার ও অভিযুক্ত জহুরুল হক রানা ওরফে ছক্কু প্রতিবেশী। মাইশা তাকে দাদু/ দাদা বলে ডাকত।ছক্কুর স্ত্রী ও কন্যা তার শ্বশুর বাড়িতে থাকতো। বাড়িতে একা থাকতেন ছক্কু। ঘটনার দিন সোমবার দুপুর ১২টার দিকে ছক্কু মাইশাকে মোয়া কেনার জন্য দুই টাকা দেন।শিশু মাইশা মোয়া (মুড়ির মোয়া) কিনে আনলে ছক্কু কৌশলে তাকে বাড়ির ভেতর নিয়ে যায় এবং কয়েকবার চুমু দেয়। এসময় মাইশা পাশে পাওয়া বাঁশের কঞ্চি দিয়ে ছক্কুকে আঘাত করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে সজোরে ধাক্কা দেন। এতে বাঁশের সঙ্গে বুকে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে মাইশা। এরপর বস্তায় তার মরদেহ ভরিয়ে বাড়িতে লুকিয়ে রাখেন। পরে রাত ১১ টার দিকে মাইশার মরদেহ প্রতিবশী মতিন ও শাহিনের ডোবায় ফেলে আত্মগোপনে চলে যান ছক্কু।মঙ্গলবার সকালে ওই ডোবার কিনারে মাইশার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।মাইশা রংপুর নগরীর ১৪নং ওয়ার্ডের বড়বাড়ি সরকারপাড়া গ্রামের গ্রিল মিস্ত্রী মনোয়ার হোসেনের মেয়ে।এ ঘটনায় মনোয়ার হোসেন বাদী হয় ওই দিনই মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রংপুর পিবিআই স্ব উদ্যোগে ওই মামলার তদন্তভার গ্রহণ করে।তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত জহুরুল হক রানা ওরফে ছক্কুকে নগরীর কেরানীপাড়া থেকে গ্রেফতার করা হয়।পরে তাকে আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সোমবার দুপুর থেকে নিখোঁজ হয় মাইশা। সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় রাতে মাইকিং করা হয়। পরদিন মঙ্গলবার সকালে ওই ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments