শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাএক বছরে ২৫জঙ্গি সহ সাড়ে ৬’শ অপরাধীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩

এক বছরে ২৫জঙ্গি সহ সাড়ে ৬’শ অপরাধীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩

জয়নাল আবেদীন: রংপুর র‌্যাব-১৩ বিশ বিশ সালে ৭শ৭২টি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক, অস্ত্র, জঙ্গি, মাদক ব্যবসায়ী,প্রতারক সহ সাড়ে ৬’শ অপরাধীকে গ্রেফতার করেছে। র‌্যাব সূত্রে জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তারা ৬শ৫৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ২৫ জন জঙ্গি, ৩ জন অস্ত্রধারি সন্ত্রাসী, ৫শ১৭ জন মাদক ব্যবসায়ী, ১০ জন প্রতারক, এজাহারভুক্ত আসামী ৭২ জন, অপহরণকারি ৫ জন, চাঞ্চল্যকর হত্যাকারি ১ জন, ধর্ষক ৩ জন, অন্যান্য ১৬ জনকে গ্রেফতার করেন। এছাড়া সরকারি কর্মচারিদের ওপর হামলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় বিদেশি পিস্তল ২টি, ওয়ান শুটারগান ৪টি ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ২ জন ভিকটিমকেও উদ্ধার করে র‌্যাব। এছাড়া ৪৪ হাজার ৩শ৪৩ পিস ইয়াবা,১৭ হাজার ৮শ০২ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৩শ২২ কেজি গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ৩শ০৬ লিটার দেশি মদ, ১৯ বোতল দেশি মদ, নেশা জাতীয় ইনঞ্জেকশন ১ হাজার ১শ৪১ পিস, নেশা জাতীয় ট্যাবলেট ৪ হাজার ১শ৭১ পিস উদ্ধার করে।এক বছরে ১৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৭ লাখ ৬২ হাজার ২শ৩৫ টাকা এবং ১ জনকে জেল হাজতে পাঠানো হয়। এছাড়া কিছু স্বর্ণ, ট্রাক, কার,মোটর সাইকেল, জিহাদী বই, লিফলেট, মোবাইল ফোন, সীমকার্ড, নগদ টাকা, মেমোরিকার্ড, চাপাতি, হাসুয়া, টাইলস, যৌন উত্তেজক ওষুধ, উদ্ধার করা হয়।র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ দমনে তৎপর রয়েছে। জঙ্গি, মাদকসহ অন্যান্য অপরাধ দমনে র‌্যাব সদস্যরা আরো উল্লেখযোগ্য ভুমিকা পালন করবে বলে তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments