বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

জয়নাল আবেদীন: ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বির্নিমাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার সকালে রংপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালিত হয়েছে। রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার সেবক জেলা প্রশাসক আসিব আহসান। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সম্মামনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ- পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, সমাজসেবা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন এবং উপ-পরিচালক অনিল কুমার বর্মণ। দিবসের তাৎপর্য এবং রংপুর সমাজসেবা কার্যালয়ের কার্যক্রম তুলে ধরে সভার সভাপতি সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সমাজসেবা কার্যালয় রংপুরের বিভিন্ন কার্যক্রম সভায় তুলে ধরেন এবং ওই দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সফলভাবে পরিচালিত হওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান বক্তাগণ। জেলার সেবক সরকারের গৃহিত সকল কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়নে কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রতি উদাত্ত আহবান জানান। এরপর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এবং তাদের উৎসাহিত করতে সমাজসেবা রংপুর কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকতা ও কর্মচারীকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আসিব আহসান তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মামনাপত্র তুলে দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments