শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, ১৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ভূঞাপুরে তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, ১৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ১৩ জানুয়ারি আনুমানিক রাত ২ টার দিকে উপজেলার গোবিন্দাসী বাজারে রাজুর তুলা কারখানায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তুলা কারখানার মালিক রাজু জানায়, রাত ২ টার দিকে মানুষের শব্দ শুনে উঠে দেখি কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ভূঞাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩ টি ঘরসহ কারখারনার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পাশের গোডাউনে রাখা সমস্ত গম পুড়ে ছাই। এতে আমার ১৬ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কি কারনে আগুন লেগেছে তা আমরা বলতে পারছি না। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিবেশি মীম জানায়, রাত ১ টার দিকে আমরা যে ঘরে থাকি দেখি হঠাৎ ঘরের চালে আগুন! পরে তাড়াহুরো করে কিছু আসবাবপত্র বের করতে পেরেছি। বাসায় ছেলে মানুষ না থাকায় অনেক ক্ষতি হয়েছে। তুলা খারখানার কারনে আমরা অনেক ঝুঁকির মধ্যে রয়েছি। গোবিন্দাসী বাজার বণিক সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম জানায়, বাজারে তুলা কারখানায় মাঝে মধ্যেই অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এসব কারখানায় নেই কোন অগ্নিনির্বাপণ ব্যবস্থা। কারখানা অনত্র সরিয়ের নেয়ার ব্যবস্থা নিতে হবে। ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. একাব্বর হোসের জানান, কারখানায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments