শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরে ৩শ০৬ জন যুবককে ব্যবসায়ক উপকরন প্রদান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরে ৩শ০৬ জন যুবককে ব্যবসায়ক উপকরন প্রদান

জয়নাল আবেদীন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত ৩শ০৬ জন যুব ১২টি বিষয়ে সফলভাবে কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের ব্যবসায়ক উপকরন প্রদান করা হয়। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবদের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আলম, সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদ, পীরগঞ্জ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান। অনুষ্ঠানে ১২টি বিষয়ে ৩শ৭৬ জন কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ব্যবসায়িক উপকরন বিতরন করা হয়। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- মো. আশরাফুল আলম, মোবাইল ফোন সার্ভিসিং, মো. খাইরুল ইসলাম, ইলিকট্রিক্যাল হাউস ওয়ারিং, মোছা. সবরী খাতুন, কার ড্রাইভিং, মোছা. কহিনুর বেগম, পাট ভিত্তিক পণ্য উৎপাদন, মোছা. রুনা লায়লা বেগম- গার্মেন্টস ঝুট পাপস তৈরী ফাক্টরি, নুর মোহাম্মদ মাসুদ ও মো. মোজাহিদুল ইসলাম- ইনকিউবেটর, । জাতীয় যুবনীতি-২০১৭ এর আলোকে প্রকল্পটি গত ২০১৬সালের ১ অক্টোবর থেকে রংপুর জেলায় ৪২ টি যুব ক্লাব এর মাধ্যমে পরিচালিত হয়ে আসছে । এর মধ্যে তারাগঞ্জ ১২ টি যুব ক্লাবের মাধ্যমে-কর্মসংস্থান-১শ জন, মিঠাপুকুর ১৮টি যুব ক্লাবের মাধ্যমে-কর্মসংস্থান-১শ জন এবং পীরগঞ্জ ১২ টি যুব ক্লাবের মাধ্যমে- কর্মসংস্থান-১শ০৬ জন উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় স্থানীয় যুবদেরকে মোবাইল ফোন সার্ভিসিং, ইলিকট্রিক্যাল হাউস ওয়ারিং, কার ড্রাইভিং, এসি-ফ্রিজ সার্ভিসিং, সোলার টেকনোলোজি, কম্পিউটার-আইসটি, গার্মেন্টস ঝুট দিয়ে পাপস তৈরী, পাট ভিত্তিক পণ্য উৎপাদন, দেশী মুরগি পালন, ছাগল/ভেড়া পালন বিষয়ে আবাসিক/ অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক যুব উদ্যোক্তাকে ব্যবসা শুরু করার জন্য ব্যবসায়িক উপকরন প্রদান এবং ব্যবসা সফলভাবে পরিচালনার জন্য কাউন্সিলিং-মেন্টরিং সুবিধা প্রদান করা হয়। উল্লেখিত সুবিধা গুলো প্রত্যেক যুব উদ্যোক্তার মাসিক আয় ৩হাজার ৫শ টাকা অতিক্রম না করা পর্যন্ত দক্ষ স্বেচ্ছাসেবক এবং প্রকল্প কর্মকর্তাদের মাধ্যমে সহযোগীতা চলমান রাখা হয়।এই প্রকল্পের আওতায় স্থানীয় যুবদেরকে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ অফিস, উপজেলা কৃষি অফিস, ইউসেপ বাংলাদেশ এবং বেঙ্গল ক্রাফট এর মাধ্যমে ১২টি বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আত্ম-কর্মী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবসায়িক উপকরণ প্রদান করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments