শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলামুজিব বর্ষের উপহার, ভূঞাপুরে ঘর পেল ৮২ পরিবার

মুজিব বর্ষের উপহার, ভূঞাপুরে ঘর পেল ৮২ পরিবার

আব্দুল লতিফ তালুকদার: মুজিব শতবর্ষের উপহার টাঙ্গাইলে ভূঞাপুরে ঘর পেল ৮২ টি গৃহহীন পরিবার। জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলায় ৬টি ইউনিয়নে যাদের জমি আছে ঘর নেই এরকম ১১০টি পরিবারকে এই ঘর উপহার দেওয়া হবে। ১১০টি ঘরের মধ্যে ৮২টি ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ায় আজ ২৩ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভার্চুয়ার প্রোগ্রামের মাধ্যমে গৃহহীন পরিবারের মাঝে এই ঘরগুলো বিতরণ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ১২টি উপজেলায় সরকারিভাবে ১ হাজার ১৭৪টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। এছাড়াও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান, ধর্নাঢ্য ও সরকারি চাকুরীজীবীরা মিলে আরো ১০০টি ঘর দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ভূঞাপুুুর উপজেলার ১১০টি ঘর দেওয়া হবে। প্রতিটি ঘর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে দুইটি বেডরুম, একটি বারান্দা, একটি কিচেন, একটি ইউটিলিটি রুম এবং একটি টয়লেট থাকবে। আজ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পাকা ঘর পেয়ে খুশিতে আত্মহারা গৃহহীনরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সততা ও আন্তরিকতার সাথে ঘরের কাজের তদারকি করা হচ্ছে। এখানে অনিয়ম করার কোন সুযোগ নেই। যাদের ভূমি ও ঘর নেই এবং যারা প্রকৃতভাবে ঘর পাওয়ার যোগ্য তাদেরকেই এই ঘরগুলো উপহার দেওয়া হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, উপজেলায় ৬টি ইনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১১০টি ঘর বরাদ্দ করা হয়েছে। এদের মধ্যে শনিবার ৮২টি ঘর হস্তান্তর করা হবে। দ্রæত গতিতে কাজ এগিয়ে চলছে, অন্যান্যরা সেগুলোর কাজ সম্পূর্ণ হলেই হস্তান্তর করা হবে। উপজেলা অডিটোরিয়ামে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান, সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন। এ সময় ৮২জন পরিবারের মাঝে ঘরের কবুলিয়াত দলিল হস্তান্তর করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments