মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে মনোনয়নপত্র জমা দিলেন আ'লীগ ও বিএনপির ২৭ পুরুষ-মহিলা কাউন্সিলর প্রার্থী

কেশবপুরে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ ও বিএনপির ২৭ পুরুষ-মহিলা কাউন্সিলর প্রার্থী

জি.এম.মিন্টু: আগামী ২৮ ডিসেম্বর কেশবপুর পৌরসভা নির্বাচনে অংশ নিতে গত রবি ও সোমবার এই দুই দিনে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে ২৭ জন আওয়ামীলীগ ও বিএনপির পুরুষ ও মহিলা কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে কেশবপুর পৌরসভার সংরক্ষিত মহিলা ও পুরুষ কাউন্সিল পদে মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জমাদানকৃত পুরুষ কাউন্সিলর প্রার্থীরা হলেন, ২ নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মশিয়ার রহমান ও আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, ৩ নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, জি এম কবীর, শেখ কামরুজ্জামান, নাছির উদ্দীন, মোরশেদ আলী, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমান ও প্রদীপ চক্রবর্ত্তী, ৪ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম ও সৈয়দ আকমল আলী। ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা মনোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা কামাল খান ও আক্তারুজ্জামান, ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর (আওয়ামীলীগ নেতা) মফিজুর রহমান খান, সেলিম খান ও সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল হালিম মোড়ল ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামীলীগের নেতা এবাদত সিদ্দিক বিপুল । এছাড়া নারী কাউন্সিলর পদে সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মেহেরুন্নেছা, মঞ্জুয়ারা বেগম ও রাশিদা খাতুন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে র বর্তমান কাউন্সিলর শাহানা কবীর ও আসমা খাতুন। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মনিরা খানম, আসমা খাতুন ও তহমিনা বেগম মনোনয়পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বর্তমানে কেশবপুর পৌরসভার ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৮৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার ৫৪০ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments