মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
Homeসারাবাংলাপৌরসভা নির্বাচন: রায়পুরে মনোনয়নপত্র জমা দিলেন ৭ মেয়র প্রার্থী

পৌরসভা নির্বাচন: রায়পুরে মনোনয়নপত্র জমা দিলেন ৭ মেয়র প্রার্থী

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার মেয়র পদে ৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মো. দিপক বিশ্বাস তার নির্বাচন কার্যালয়ে মঙ্গলবার বিকালে (২ ফেব্রুয়ারী) সাংবাদিকদের এ তথ্য জানান।

দিপক বিশ্বাস জানান, মেয়র পদে ৮ জন মনোনয়নপত্র নিয়েছিলেন। জমা দিয়েছে ৭ জন। এঁরা হলেন আওয়ামীলীগের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট, বিএনপির সাবেক দুইবারের মেয়র এবিএম জিলানী, ইসলামি আন্দোলনের মোঃ আবদুল খালেক, জামায়াত সমর্থীত সতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) মোঃ মনির আহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক কাউন্সিলর মোঃ নাছির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এমআর হায়দার ও যুবলীগ নেতা মোঃ মাসুদ হোসেন।

দিপক বিশ্বাস বলেন, ৯ টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রের ৭০টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। এতে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে পৌরসভার ৬,৭,৮ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী স্বপ্না আক্তার বিনা প্রতিদন্দিতায় বিজয়ের অপেক্ষায়।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালালে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯ ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২৩.৬৩১ জন। নারী ১১ হাজার ৬৪১ ও পুরুষ ভোটার ১১ হাজার ৯৯০ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments