শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে জটিল রোগে আক্রান্ত ১০৪ জনকে লাখ টাকার চেক বিতরন

রায়পুরে জটিল রোগে আক্রান্ত ১০৪ জনকে লাখ টাকার চেক বিতরন

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৪ জন রোগীর মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে মোট ১২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। একই সময়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে জেলায় মোট ১৩৬ জনকে ৬৮ লক্ষ টাকা বিতরণ করা হয়।
বুধবার বিকালে (০৩ ফেব্রুয়ারী) রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ চেকগুলো দেয়া হয়েছে।

ক্যান্সার, কিডনী, লিভার, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী ২৪ জনের মাঝে ১২ লাখ টাকার চেক বিতরনী অনুষ্ঠান উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজন অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শরিফ হোসেনের সভাপতিত্বে ও প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ইউএনও সাবরীর চৌধুরী তুঁইসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

লক্ষ্মীপুর-জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুুবুর রহমান প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments