শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে নতুন ভোটারদের 'স্মার্ট কার্ড' বিতরণ কর্মসূচীর উদ্বোধন

ঈশ্বরদীতে নতুন ভোটারদের ‘স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

স্বপন কুমার কুন্ডু: ২০১৯ সালের হালনাগাদকৃত নতুন ভোটারদের ‘স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচী ঈশ্বরদীতে শুরু হয়েছে । বুধবার (১০ ফেব্রুয়ারি) ঈশ্বরদী পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।
এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রায়হান কুদ্দুস, পৌরসভা সচিব জহুরুল হকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র ইছাহক আলী মালিথা উদ্বোধনকলে নতুন ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রায়হান কুদ্দুস জানান, উপজেলায় মোট ১৩,৬৫০ জন নতুন ভোটারের মাঝে এই স্মার্ট কার্ড পর্যায়ক্রমে বিতরণ করা হবে। পৌর এলাকার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের মধ্য দিয়ে ঈশ্বরদীতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলো বলে তিনি জানান। পৌর এলাকায় প্রায় ২,১০০ জন নতুন ভোটার এই স্মার্ট কার্ড পাচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments