মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাতাঁতশিল্পকে পূনরুজ্জীবিত করণে অবদান রাখায় নারী উদ্যোক্তা জান্নাত লোপাকে সংবর্ধনা প্রদান

তাঁতশিল্পকে পূনরুজ্জীবিত করণে অবদান রাখায় নারী উদ্যোক্তা জান্নাত লোপাকে সংবর্ধনা প্রদান

বিমল কুন্ডু: শাহজাদপুরে তাঁতবস্ত্র উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান সোনার তরী’র স্বত্বাধিকারী জান্নাত লোপাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ঐহিত্যবাহী তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জ ও শাহজাদপুরে উৎপাদিত তাঁতবস্ত্র অনলাইনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্ববাজারে বাণিজ্যিকভাবে তুলে ধরার মাধ্যমে তাঁত শিল্পকে পূনরুজ্জীবিত করণে বিশেষ অবদান রাখায় সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতিসহ ৬ টি তাঁতী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলার পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ও থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতির সভাপতি আলহাজ্ব হায়দার আলী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, শাহজাদপুর তাঁত কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলমাছ আনসারী, জাতীয় শ্রমিকলীগ উপজেলার শাখার সভাপতি টিপু সুলতান, পৌর কাউন্সিলর ও তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-মাহমুদ প্রামানিক, মাধ্যমিক তাঁতী সমিতির সভাপতি পৌর কাউন্সিলর আবু শামিম সূর্য, পৌর কাউন্সিলর সিলভী পারভীন মিঠু, তাঁত মালিক খসরুজ্জামান খসরু প্রমুখ। বক্তারা বলেন, ‘ তাঁত শিল্পের চরম সংকটময় মূহুর্তে জান্নাত লোপা দেশে বিদেশে তাঁতবস্ত্রের বাজার সৃষ্টিতে যে ভূমিকা পালন করছেন তা প্রসংশার দাবী রাখে। তার এ কর্মপ্রচেষ্টা শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতশিল্পকে আরও সমৃদ্ধশালী করতে বিশেষ ভুমিকা রাখবে।’ এ বিষয়ে ড়িসবহ ধহফ ব-পড়সসবৎপ ভড়ৎস (ডঊ) এর মেম্বর ও সাবসক্রাইবার সোনার তরী’র স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা জান্নাত লোপা বলেন,‘ ডঊ এর সহযোগীতা ও তার স্বামী সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোকের অণুপ্রেরণায় ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র বিশ্বদরবারে সুপ্রতিষ্ঠিত করতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কাজে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা কামনা করেন।’ পরে সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতি, শাহজাদপুর উপজেলা তাঁতবস্ত্র ব্যবসায়ী সমিতি, জাতীয় শ্রমিকলীগ, উপজেলা তাঁত শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ তাঁত বোর্ডের শাহজাদপুর পৌরসভার ৫ ও ৬ নং মাধ্যমিক তাঁতী সমিতির পক্ষ থেকে জান্নাত লোপাকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments