বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

জয়নাল আবেদীন: “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরি রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস । বেলা ১১ টায় রংপুর জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রংপুর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা এবং“করোনাকালে নেতৃত্বদানকারী নারীদের সম্মাননা প্রদান করা হয় । জেলার সেবক জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিভাগীয় কমিশনার মো: আবদুল ওহাব ভূঞা । বিশের অতিথির বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোজী রহমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল । শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন । অনুষ্ঠানে করোনাকালে নেতৃত্বদানকারী ১১জন নারীকে সম্মাননা প্রদান করা হয় । এর মধ্যে রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, অন্যতম । এদিকে নারী দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক নারী সংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments